সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে বীর বাঙালিরা মরণপণ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এখন ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় যুগান্তকারী যে কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে তাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
বুধবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-এপিএর আওতায় সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
বিভাগীয় কমিশনার নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নিতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
সিলেট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রখেন প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরী, প্রফেসর মো মছব্বির চৌধুরী ও অধ্যাপক বিমান বিহারী রায়।
বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাসুদ উদ্দিন আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়েই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশকে শত্রুমুক্ত করতে দৃঢ় মনোবলই মূল শক্তি ছিল বলে পাকিস্তানি হানাদার বহিনীকে পরাজিত করতে পেরেছিলেন।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সর্বস্তরের নতুন প্রজন্মের প্রতি তিনি উদাত্ত আহবান জানান।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply