পবিত্র রমজান উপলক্ষে সিলেট মহানগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও সৈয়দ হাতিম আলী কিন্ডার গার্টেন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয় ভবনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, বিদ্যালয়ের দাতা সদস্য শিল্পপতি আতাউল্লাহ সাকের ও টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক। অতিথি ছিলেন, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, বিদ্যালয়ের আজীবন সদস্য সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, দাতা সদস্য বুলবুল আহমদ, সিটি কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, প্রধান শিক্ষক এলাইছ মিয়া, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুমিন ও কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাদ ওবায়দুল লতিফ। পরিচালনায় ছিলেন, জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল মজিদ। দোয়া পরিচালনা করেন, জ্যেষ্ঠ শিক্ষক হাফিজ নূরুজ্জামান।
Leave a Reply