সৈয়দ শাহ শামসুদ্দিন (র) জামিয়া হাফিজিয়া টাইটেল মাদরাসার তাকমিল ফিল হাদিসের সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল সোমবার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অথিতির বক্তব্যে কাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল (র) মাদরাসার শায়খুল হাদিস ও মুহতামিম আল্লামা মুহিব্বুল হক গাছবড়ি বলেন, বোখারী শরিফ বিভিন্ন কারণে বরকতময়। প্রথমত তা হাদিসে রাসুল হিসাবে এবং দ্বিতীয়ত ইমাম বোখারী ৭ হাজার হাদিস সংকলিত করতে ১৪ হাজার রাকাত নফল নামাজ পড়েছেন। এছাড়া অনেক ফজিলত রয়েছে।
মাদরাসার মুহতামিম ও মুতাওয়াল্লি সৈয়দ মুমিন আহমদ মবনুর সভাপতিত্ব ও শিক্ষক মাওলানা খালেদ আহমদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা মুহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, সৈয়দপুর শামসিয়া হাফিজিয়া টাইটেল মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু আলী, সৈয়দপুর জামেয়া হোসেনিয়া হাফিজিয়া টাইটেল মাদরাসার মুহাদ্দিস মাওলানা সৈয়দ মাসরুর কাসেমী, সুনামগঞ্জ মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের শিক্ষা সচিব মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপারি, জামেয়া শায়খুল ইসলাম সিলেটের মুহতামিম মাওলানা সৈয়দ সলিম কাসেমী ও লন্ডন প্রবাসী মাওলানা শেখ জাকারিয়া।
Leave a Reply