সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মুক্তাদির মন্তই মিয়ার মৃত্যুবার্ষিকীতে বিদ্যালয়ের উদ্যোগে বুধবার, ২২মার্চ দুপুরে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিকের সভাপতিত্বে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল খালিক। সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মো জিয়াউল হক, অভিভাবক সদস্য ফারুক মিয়া, সাবেক সদস্য আলা উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী এম কে করিম (কাওছার) ও সিলাম ইউপি মেম্বার আলতাফ হোসেন। আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য শামিনুল হক ও সাহেদ আলী।
পরে কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
একই সঙ্গে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply