নিজস্ব প্রতিবেদক : বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২২ এ ভূষিত সৈয়দা জেবুন্নেসা হকের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘ভাবী’ বাংলাদেশের রাজনীতিতে অনন্য উদাহরণ হয়ে আছেন।
তারা বলেছেন, রাজধানীর বাইরে এতটা সময় ধরে আর কোন নারীর রাজপথে থাকার উদারণ খুঁজে পাওয়া যাবেনা। সিলেটে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত ‘ভাবী’ সৈয়দা সৈয়দা জেবুন্নেছা হক যেমনি রাজপথে সরব তেমনি তৎপর সামাজিক কর্মকাণ্ডেও। নেতাকর্মীদের সুখে-দুঃখে সবার আগে ছুটে যান। একদিনের জন্যেও দলের আদর্শ থেকে বিচ্যুৎ হননি। বঙ্গন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। রাজনীতি করছেন বঙ্গবন্ধুকন্যার সঙ্গে। এই দীর্ঘ পথযাত্রায় গ্রেনেড হামলা আহত হয়েছেন। অনকে নেতাকর্মী উপহার দিয়েছেন দলকে। দলও এই মহিয়সীকে যথাযথ সম্মান দিয়েছে।
সোমবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের জেলা সভাপতি সালমা বাসিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সহসভাপতি নাজনীন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, সহসভাপতি মারিয়ান চৌধুরী, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আনজুমান আরা, সহসভাপতি হোসনা মতিন, সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া রহমান, দপ্তর সম্পাদক নাজু চৌধুরী, অন্যতম নেতা নাজমা হোসেন ও বার্মিংহাম মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিমা বেগম।
আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আছিয়া শিকদার, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা পরিষদ সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, জেলা মহিলা সংস্থার সভাপতি, মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হেলেন আহমদ, জাহানারা খানম মিলন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বেগম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply