নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম বলেছেন, দেশের সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যৌথ প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে জনগণের সেবক আখ্যায়িত করে বলেন, আগের অবস্থা আর নেই। মানুষ জেগে উঠেছে। প্রশাসনেও এসেছে পরিবর্তন। তবে অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে।
তিনি বলেন, প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে হবে। সেবা পৌঁছে দিতে হবে মানুষের দোরগোড়ায়। সাধারণ মানুষকে আপনজন ভাবতে হবে।
ড নাজমানারা খানুম প্রবাসীদের ব্যাপারে আরো বেশি যত্নশীল হতে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজম খান, মহানগর পুলিশের উপ কমিশনার বাসুদেব বণিক, স্থানীয় সরকার উপ পরিচালক দেবজিৎ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, প্রবীণ আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ওভারসিজ সেন্টারের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, কবি মুহিত চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসিনক কর্মকর্তা জামাল আহমদ, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তনয় বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুরে জান্নাতকে ২০১৭ সালের জনপ্রশাসন পদক দেয়া হয়।
Leave a Reply