বেশ চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত ‘পদ্মা পাড়ি’ সিনেমাটি সেন্সর গণ্ডি পাড়ি দিতে সক্ষম হয়েছে। তবে পরিবর্তিত নামে। বিজয়ের মাস ডিসেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে সেন্সর সনদের জন্য জমা পড়েছিল জুলাই মাসের প্রথম সপ্তাহে। ২১ জুলাই বোর্ড সদস্যরা সনদপত্র দিতে আপত্তি জানিয়ে চলচ্চিত্রটির সেন্সর সনদ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষের মতামত নেওয়ার পক্ষে মতামত দেন।
পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিরা গত ৭ আগস্ট চলচ্চিত্রটি পরীক্ষা করে মতামত দেন। এই মতামত ১২ অক্টোবর সেন্সর বোর্ড সভায় উপস্থাপন করা হলে সদস্যরা ‘পদ্মা সেতু’ চলচ্চিত্রের নাম পরিবর্তনসহ কিছু কর্তন ও সংযোজন করার নির্দেশনা দেন।
সেন্সর বোর্ডের এ্ই আপত্তির পরিপ্রেক্ষিতে আপিলে না গিয়ে কিছু দৃশ্যে কাটছাঁট করে পুনরায় ‘পদ্মা পাড়ি’ নামে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়।
পরিচালক আলী আজাদ বলেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে নানা ঘটনা নিয়ে এগিয়েছে এ ছবির গল্প। সংশোধনের কারণে গল্প কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। দর্শকরা পরিপূর্ণভাবেই সিনেমাটি উপভোগ করতে পারবেন।
বড়ুয়া মনোজিত ধীমন ভিজ্যুয়াল প্রোডাকশনের ব্যানারে এ বছরের জুনে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় বিভিন্ন লোকেশনে হয় ‘পদ্মা পাড়ি’ সিনেমার শুটিং। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন। তার সঙ্গে আছেন অলিভিয়া মাইশা।
আরও অভিনয় করেন হিমেল রাজ, খুকুমনি, রায়হান মুজিব, শান্তা পাল, আনোয়ার সিরাজী, সাইফুল ইসলাম প্রমুখ। সংগীত পরিচালনায় বোরহান বাবু, চিত্রগ্রহণে বড়ুয়া প্রনোজিত ইমন, সম্পাদনায় বড়ুয়া সুরজিত শিমন, নৃত্য পরিচালনায় মাইকেল বাবু।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply