নিজস্ব প্রতিবেদক : সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ও আল আমিন নার্সিং কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিডিএস ও নার্সিং কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগরী মেন্দিবাগ এলাকায় একটি হোটেলে আয়োজিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন, আল আমিন এসোসিয়েটসের চেয়ারম্যান অধ্যাপক ডা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আল আমিন এসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা এম এ ওয়াহিদ, সেন্ট্রাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা এম এ গাফফার ও আল আমিন নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেরুন নেছা বেগম। পরিচালনায় ছিলেন, শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা ও বদরুল ইসলাম রিমন। কোরান তেলাওয়াত করেন, জুয়েল আহমদ। অনুষ্ঠানে সিলটিভির পরিচালক জুবায়ের আহমদ চৌধুরী সহ আল আমিন এসোসিয়েটসের পরিচালকবৃন্দ ও অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply