সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের বিডিএস প্রথম ব্যাচের ইন্টার্নশিপ শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মহানগরীর মেন্দিবাগ এলাকায় একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মোর্শেদ আহমদ চৌধুরী।
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ডা মো ময়নুল হক, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা মো আশিকুর রহমান মজুমদার ও সেন্ট্রাল ডেন্টাল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা আজিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিট প্রধান ডা মো তাফাজ্জুল ইসলাম, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ফিন্যান্স ডিরেক্টর জুবায়ের আহমদ চৌধুরী, ডিরেক্টর ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও উপাধ্যক্ষ ডা এম এ রকিব। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, ডা মুশফিকুল হাসান ও ডা সামিরা।
Leave a Reply