স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মুজিববর্ষ উপলক্ষে ‘মুজিববর্ষে বৃক্ষরোপণ সোনার বাংলার স্বপ্ন বপন’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২১ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে সেনা সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এই বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন।
সিলেট সেনানিবাস থেকে ভিডিও কনফারেন্সে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
এছাড়াও সিলেট ও জালালাবাদ সেনানিবাসের সকল কমান্ডার, সিলেট এরিয়া সদর দপ্তর ও ডিভিশন সদর দপ্তরের গ্রেড-১ অফিসার, সিলেট এরিয়ার সকল ইউনিটের অধিনায়কগণসহ অন্যান্য পদবীর সেনাকর্মকর্তা উপস্থিত ছিলেন।
একইদিন স্টেশন অফিসার্স মেসে সিলেট এরিয়ার বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার। এর পরপরই সিলেট ও জালালাবাদ সেনানিবাসে বৃক্ষরোপণ শুরু হয়। আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে এ কর্মসূচি, যা বাস্তবায়ন করবে সিলেট ও জালালাবাদ সেনানিবাসে অবস্থিত সকল ইউনিট। এই সময়ে বনজ, ফলদ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply