আর কে দাস চয়ন, ফেঞ্চুগঞ্জ : বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ ইউনিয়নের ২০টি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়েছে।
জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি সোমবার দুপুরে উপজেলার শেখ রাসেল শিশু পার্কে এই ঢেউটিন ও অর্থ বিতরণ করেন।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে দুই বাণ্ডিল ঢেউটিন ও নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন।
জিওসি প্রত্যেক পরিবারের সঙ্গে কুশল বিনিময়ও করেন।
এ সময় তার সঙ্গে সেনাবাহিনীর বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ও ৬৫ ইস্ট বেঙ্গলের ব্যবস্থাপনায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেজর জেনারেল হামিদুল হক বলেন, বন্যার শুরু থেকেই বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এখন পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে। প্রধানমন্ত্রী সবসময় পাশে আছেন।
এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।
Leave a Reply