নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদ ভয়াবহ বন্যাকবলিত সুনামগঞ্জ আসছেন।
সেনাপ্রধান বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌঁছবেন। পরিদর্শন করবেন জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা। এ সময় সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণ কার্যক্রমও প্রত্যক্ষ করবেন।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমদ বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
এদিকে সেনাপ্রধানের নির্দেশনা অনুসারে সিলেটে সেনা সদস্যরা পানিবন্দিদের উদ্ধার ও ত্রাণকার্য পরিচালনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক সেতু মেরামত করছেন।
Leave a Reply