উচ্চ মাধ্যমিক ৬টি বিষয়ে সৃজনশীল পদ্ধতি বহাল রাখার দাবিতে সিলেটে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে ৬টির পরিবর্তে ৭টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেয়ার প্রজ্ঞাপনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে আয়োজিত মানববন্ধনে জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ, স্কলার্সহোম, সিলেট কমার্স কলেজ, এমসি কলেজ, শাহজালাল সিটি কলেজ, মদনমোহন কলেজ, জালালাবাদ কলেজ, ক্লাসিক কলেজ, ইউনিভার্সাল কলেজ ও সাইন্স কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষাবর্ষের শেষ মুহূর্তে যখন আমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি তখনই নতুন আরো একটি বিষয়ে সৃজনশীল পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা আমাদের পরীক্ষার ফলে প্রভাব ফেলবে।’
তারা আগের মতো ৬টি বিষয়েই সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, অন্যথায় এই দাবিতে কঠোর আন্দোলন শুরু করা হবে।
সিলেটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, আশরাফ আব্দুল্লাহ, তাফরিদ মাহির, আলমগীর চৌধুরী, দে উৎস, মনজুর আহমদ হাসান, জাহিদুল হক শাওন, মাকসুদ আহমেদ, ফারাবি, আদিল আজাদ ও মিহাদ।
Leave a Reply