অমানবিকভাবে ও নির্বিচারে সূর্যের হাসি ক্লিনিক বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে সেবা বঞ্চিত ও ক্লিনিক কর্মীদের কর্মহীন করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুরে সিলেট মহানগরীর শাহজালার উপশহরে সূর্যের হাসি ক্লিনিকে কর্মরতরা এ মানববন্ধন করেন।
বক্তারা অভিযোগ করেন, ১৯৯৭ সাল থেকে সারাদেশে এনজিওর মাধ্যমে ৩৯৯টি সূর্যের হাসি ক্লিনিক পরিচালিত হয়ে সরকারি চিকিৎসাসেবার গতিকে আরো কার্যকর করেছে; কিন্তু সম্প্রতি সূর্যের হাসি নেটওয়ার্ক গঠনের নামে সিলেটে ১৮টিসহ সারাদেশে ১৫৮টি ক্লিনিক বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ সহজ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি প্রায় ২ হাজার ক্লিনিককর্মী বেকার হয়ে পড়বেন।
Leave a Reply