নিজস্ব প্রতিবেদক : বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড এ কে আবদুল মোমেন বলেছেন, সুস্থ সংস্কৃতি চর্চাই কেবল যুব সমাজকে জঙ্গিবাদ সহ সকল প্রকার বিপথ থেকে ফিরাতে পারে।
‘বেঙ্গল সংস্কৃতি উৎসব সিলেট ২০১৭’ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আহুত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড এ কে আবদুল মোমেন বলেন, জঙ্গিবাদ দেশের জন্যে, সমাজের জন্যে, পরিবারের জন্যে এবং ব্যক্তির জন্যেও দুর্গতি ডেকে আনে।
বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, সংস্কৃতির সকল অঙ্গন ধারণ করতে না পারলে মানুষের জীবনে পূর্ণতা আসেনা।
প্রতিষ্ঠানের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, নিজস্ব সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রত সবার মাঝে নতুন আশা জাগিয়ে তুলেছে।
সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বেঙ্গল সংস্কৃতি উৎসব সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের সংস্কৃতিচর্চা এবং সাধনাকে গতিময় ও বহুমাত্রিক করতে বেঙ্গল ফাউন্ডেশনের চর্চা ও প্রয়াসের অব্যাহত ধারার অংশ হিসেবে সিলেটে ১০ দিনব্যাপী সংস্কৃতি উৎসবের আয়োজন করা হচ্ছে।
২২শে ফেব্রুয়ারি থেকে ৩রা মার্চ পর্যন্ত মহানগরীর মাছিমপুরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ‘বেঙ্গল সংস্কৃতি উৎসব সিলেট ২০১৭’ অনুষ্ঠিত হবে।
এতে থাকবে সংগীত, নাটক, নৃত্য পরিবেশন এবং কারুশিল্প, মিষ্টি, বাদ্যযন্ত্র ও স্থাপত্য প্রদর্শনী। এছাড়া সিলেটের আঞ্চলিক সংস্কৃতির বিভিন্ন দিকও তুলে ধরা হবে।
Leave a Reply