বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবির উদ্যোগে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে সমাজভিত্তিক প্রচার অভিযান বিষয়ে জেলা পরিকল্পনা সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ পরিচালক দেবজিৎ সিনহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ব্রিটিশ হাই কমিশনের হেড অব ইমিগ্রেশন এন্ড মাইগ্রেশন লেসলি নিকোল। বিশেষ অতিথি ছিলেন, হেড অব ইউকে, ভিআই, ব্রেন্ডন ফিটজপ্যাট্রিক, মাইগ্রেশন কোঅর্ডিনেশন অফিসার মহসিন চৌধুরী ও ভাইস কন্সাল রহিম এম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবির কোঅর্ডিনেটর জিয়াউর রহমান শিপার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে লেসলি নিকোল বলেন, সুষ্ঠু নীতিমালা অনুসরণ করলেই ভিসা প্রাপ্তি নিশ্চিত। ব্রিটিশ ভিসা প্রাপ্তি বর্তমানে অনেকটা সহজতর হয়েছে। তবে এজন্য আবেদনকারীদের সঠিক ও নির্ভুল তথ্য প্রেরণ করতে হবে।
কর্মশালায় বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম সহ বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মহিলা সদস্য, বাজার কমিটির সদস্য, ইমাম ও সাংবাদিক সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply