সুনামগঞ্জ প্রতিনিধি : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন কমিশনরে কাছে প্রতিটি নির্বাচন আত্মমর্যাদার বিষয়। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন কমিশন মানুষের আস্থা অর্জন করতে চায়।
সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচন উপলক্ষে রবিবার বিকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এমন নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে চাই যাতে বিদেশীদের কথা বলার ক্ষেত্র তৈরি না হয়।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহদাত হোসেন চৌধুরী, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ কে এজহারুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ও বিজিবির অধিনায়ক নাছির উদ্দিন আহমদ প্রমুখ।
সভায় স্বতন্ত্র প্রাথী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু ও আওয়ামী লীগের প্রার্থী ড জয়া সেনের প্রতিনিধি সিরাজ উদ দৌলা তালুকদার উপস্থিত ছিলেন।
Leave a Reply