নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তা নাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা যাবেনা।
বুধবার সকালে মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত ‘জাতীয় শাসনব্যবস্থা মূল্যায়ন ফ্রেমওয়ার্ক, বাংলাদেশ’ শীর্ষক বিভাগীয় পর্যায়ে শাসনব্যবস্থা স্বমূল্যায়ন সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিভাগীয় কমিশনার বলেন, সুশাসনের অভাব থাকলে অনেক উন্নয়নের সুফল পাওয়া যায়না। বাংলাদেশেও বিভিন্ন ক্ষেত্রে সুশাসনের অভাব রয়েছে।
স্বাগত বক্তব্য রাখেন, সভার সহযোগী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম। বিষয় ভিত্তিক মূল বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড কাজী মারুফুল ইসলাম।
সভায় সিলেট বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী নেতা, স্বেচ্ছাসেবী ও নৃ-গোষ্ঠীর সদস্যরা যোগ দেন।
Leave a Reply