নিজস্ব প্রতিবেদক : সিলেটের নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) জানিয়েছেন, সুশাসন নিশ্চিত করতে তিনি নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবেন।
তিনি বলেছেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। পারস্পরিক সহযোগিতায় সিলেটবাসীর কল্যাণ এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার, ১১ জুলাই (২৭ আষাঢ়) বিকেল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা ও জেলা পুলিশের ইমেজ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
সিলেটের প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।
এ সময় সাংবাদিকগণ নবাগত পুলিশ সুপারকে পুণ্যভূমি সিলেটে স্বাগত জানান এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, এম এ হান্নান, ইকরামুল কবীর, সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, ইমজার সভাপতি সজল ছত্রী, সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, চ্যানেল আই প্রতিনিধি সাদিকুর রহমান সাকী ও সিলেট উইমেন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি বক্তব্য রাখেন।
Leave a Reply