এ এস কাঁকন, মৌলভীবাজার : জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এনআইএমসির উদ্যোগে মন্ত্রিপরিষদ বিভাগের প্লাটফর্মস ফর ডায়ালগ-পিফরডি প্রকল্পের আওতায় ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ বিষয়ে নারী গণমাধ্যম কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে দু’দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার শেষ হয়েছে।
জুমঅ্যাপে প্রথম ব্যাচের এই কর্মশালায় মৌলভীবাজার সহ ১১টি জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম এনডিসির সভাপতিত্বে ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর, পরিচালক (প্রশক্ষিণ-প্রকৌশল) মো নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালার সমাপনীতে অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, ডিসি মো গোলাম আজম, পিফরডি টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব আয়েশা আক্তার।
কর্মশালায় সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতার ৫টি টুলস, জাতীয় শুদ্ধাচার কৌশল, সেবা প্রদান প্রতিশ্রুতি, সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয় হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম অংশগ্রহণকারী নারী সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘এনআইএমসি সারাদেশে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে। আমরা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন জেলায় প্রশিক্ষণ দিচ্ছি। শুধুমাত্র নারী সাংবাদিকদের নিয়ে এই ধরনের প্রশিক্ষণ আয়োজন আমাদের জন্য প্রথম। তবে নারী গণমাধ্যম কর্মীদের সক্ষমতা বৃদ্ধির জন্য এধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখবো।’
বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতায় ভুল তথ্য মোকাবেলার জন্য তথ্য যাচাইকরণ ও পর্যবেক্ষণ অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা শুদ্ধাচার, তথ্য অধিকার, সিটিজেন চার্টার, সেবা প্রদান ও প্রতিশ্রুতি বিষযে অনুসন্ধানী রিপোর্ট করলে দেশে সুশাসন, স্বচ্ছতা ও শুদ্ধতা নিশ্চিত হবে।
কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক আবুজার গাফ্ফারী, মো সোহেল পারভেজ এবং সহকারী পরিচালক আব্দুল মান্নানও যুক্ত ছিলেন।
Leave a Reply