বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড-পিএস অর্জন করেছে বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলার দক্ষিণ সুরমার সুরমা মুক্তস্কাউট গ্রুপের স্কাউট আলী আব্বাস নিশাদ। বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক (প্রোগ্রাম) এ কে এম আশিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সুরমা মুক্তস্কাউট দলের উপদল নেতা হিসেবে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত আলী আব্বাস নিশাদ দক্ষিণ সুরমা উপজেলার তেলিরাই গ্রামের মকদ্দস আলী ও জোছনা বেগমের ছেলে। সে মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে দ্বাদশ শ্রেণিতের পড়াশোনা করছে।
সিলেট অঞ্চলিক স্কাউটসের প্রাক্তন যুগ্ম সম্পাদক, আলী আব্বাস নিশাদের চাচা ইসমাইল আলী বাচ্চু জানান, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন জীবনের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রত্যেক স্কাউটের স্বপ্ন থাকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করার। আর তা অর্জনের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও নিয়মিত স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ।
এই গৌরবময় সাফল্যের জন্য বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মো মহিউল ইসলাম (মুমিত), আঞ্চলিক সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার ও আঞ্চলিক কোষাধ্যক্ষ মো মাজেদ আহমেদ এই সাফল্যেও জন্য আলী আব্বাস নিশাদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আলী আব্বাস নিশাদও এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রাপ্তিতে দলের ইউনিট লিডার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply