সুনামগঞ্জ প্রতিনিধি : বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপ কমে যাওয়ায় সুনামগঞ্জে সুরমা, যাদুকাটা ও চেলাসহ সকল নদীর পানি কমতে শুরু করেছে।
বুধবার দুপুর ২টা পর্যন্ত সুরমা নদীর পানি ঘোলঘর পয়েন্ট দিয়ে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় জেলায় বন্যা পরিস্থিতির বেশ উন্নতির সম্ভবানা রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো সামছুদ্দোহা জানান, সুনামগঞ্জে আপাতত আর বন্যার আশংকা নেই।
Leave a Reply