সুরমা নদীতে অবৈধ ড্রেজিং বন্ধ ও ঝুঁকিপূর্ণ বসতবাড়ি টিকিয়ে রাখার দাবিতে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের লালনগর গ্রামের মানুষ মানববন্ধন করেছেন।
রবিবার গ্রামবাসী এই মানববন্ধন করেন। এ সময় তারা অভিযোগ করেন, প্রশাসনের দ্বারস্থ হয়ে সন্তোষজনক প্রতিকার না পেয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
মানববন্ধন থেকে তারা সুরমা নদীতে অবৈধ ড্রেজিং বন্ধের দাবি জানিয়েছেন বলেন, অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
Leave a Reply