লন্ডন প্রতিনিধি : বর্ষীয়ান রাজনীতিবিদ দেশসেরা পার্লামেন্টারিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে জাতি এক সূর্যসন্তানকে হারিয়েছে। বৃহত্তর সিলেটের মানুষ হারিয়েছে তাদের প্রিয় সেন বাবুকে। তিনি ছিলেন একজন সৎ ও যোগ্য রাজনীতিক। দলমত নির্বিশেষে সকলেই একবাক্যে এটা স্বীকার করেছেন।
মিডলসেক্স যুবলীগ আয়োজিত শোকসভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে হ্যারোর কারিমহল রেস্টুরেন্টে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন মিডলসেক্স যুবলীগের সভাপতি সাবেক কাউন্সিলার সেলিম চৌধুরী। আফজাল হোসেন রানার সঞ্চালনায় সুরঞ্জিত সেনগুপ্তের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মিডলসেক্স যুবলীগের সহ সভাপতি আব্দুল কুদ্দুস, যুক্তরাজ্য যুবলীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক আহাদ চৌধুরী নাজিম, হিথ্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হাসনাত চৌধুরী (এনিছ), মিজানুর রহমান, আব্দুস সহিদ, শেখ আনহার আলী, সাইফুল ইসলাম, মিডলসেক্স যুবলীগের সহ সভাপতি রসন আলী, রবিউল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সংগঠক আব্দুর রব, শেখ ফরিদ, আব্দুল সুলতান, বদরুল আলম প্রমুখ।
বক্তারা সুরঞ্জিত সেন গুপ্তের নামে ঢাকায় একটি স্থাপনার নামকরণের দাবি জানান।
Leave a Reply