হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড রেজা কিবরিয়া বলছেন, বাবার স্বপ্ন পূরণের সুযোগ পেলে তিনি ৫ বছর যে উন্নয়ন করবেন তাতে পরবর্তী ৫০ বছর এই এলাকার মানুষকে আর উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবেনা।
সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
এর আগে দুপুরে ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন ড রেজা কিবরিয়া। পরে উপজেলার বাউসা-দেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌধুরী বাজার, ভূমিন বাজার, বাউসা বাজার, বাউসা পয়েন্ট, রসুলগঞ্জ বাজার, মিলনগঞ্জ বাজার ও ইমামবাড়ি বাজারে পথসভায় বক্তব্য রাখেন।
এসময় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply