পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতুর উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক এস সুটন সিংহ, অ্যাডভোকেট জয়া দাস জয়া, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শংকর দাশ, সমাজসেবী তপন কুমার ভট্টাচার্য, গোপাল সেন, জালাল আহমদ চৌধুরী, সঞ্জু দাশ, ওয়ার্ড সচিব সানু সিংহ ও বাকি মিয়া।
Leave a Reply