এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেটের পরিবার শক্তিশালীকরণ ও আত্মীয়তার পরিচর্যা কর্মসূচির আওতায় স্কুলগামী শিশুদের পুষ্টি চাহিদার কথা বিবেচনা করে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার ৪৯৮টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ওসমানীনগর উপজেলার দয়ামীর এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাস পুরকায়স্থ।
এ সময় তিনি বলেন, শিশুদের সুস্থ, সবল ও মেধাবী করে তুলতে সবার আগে তাদের সঠিক ও নিয়মিত পুষ্টিকর খাবার, স্বাস্থ্যকর পরিবেশ, উন্নত শিক্ষা ও চিকিৎসা সেবার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের সুযোগসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
এসওএস সোশ্যাল সেন্টার সিলেটের ইনচার্জ তানবীর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উসমানপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় এবং বোয়ালজুর ইউনিয়নের বাণীগাঁও ও সোনাপুর এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ডিম ৩০টি, সয়াবিন তেল ২ লিটার, মসুর ডাল ১ কেজি, ২০০ গ্রাম গুঁড়ো দুধ ১ প্যাকেট, চিনি ১ কেজি, এনার্জি বিস্কুট ২০ প্যাকেট ও আটা ২ কেজি।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply