নিজস্ব প্রতিবেদক : সিলেটে আলোকিত পাঠশালা ও চৌকিদেখী আরবান স্লাম আনন্দ স্কুলের বাচ্চাদের নিয়ে শাহ ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মহানগরীর মিরাবাজারে একটি অভিজাত হোটেলে আয়োজিত ইফতার মাহফিলের আগে সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, শাহ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শাহ ফরমান আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ও অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছ, সিলটিভির প্রধান সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল। সভাপতিত্ব করেন, শাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লিয়াকত শাহ ফরিদী। পরিচালনায় ছিলেন, চেয়ারম্যান অ্যাডভোকেট শাকী শাহ। দোয়া পরিচালনা করেন, পরিচালক শাহ শাহিনুর আলী।
Leave a Reply