সাবিলুন নাজাত ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেকে শিক্ষাসামগ্রী প্রদান ও হিফজুল কোরান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ছোট খুরমা গ্রামে এই শিক্ষাসামগ্রী ও পুরস্কার বিতরণ করা হয়।
অলংকারী ইউপি মেম্বার মো রিয়াজ আলীর সভাপতিত্বে ও আহমাদ সালেহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মোস্তাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন বায়তুল জান্নাত শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামরুল ইসলাম, শামসুল ইসলাম, খুরমা ইবতেদায়ী মাদরাসার পরিচালক মাওলানা আবু বকর, রুহুল আমিন ফয়সল, হাফিজ হুসাইন আহমদ ও হাফিজ রশিদ আহমদ।
হিফজুল কোরান প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন জামেয়া কৌড়িয়ার হাফিজ মো হাসান আহমদ ও মুহাইমিনুল ইসলাম রাইয়্যান। তৃতীয় হন হযরত তালহা (রা) মিরগাঁও হাফিজিয়া মাদরাসার হাফিজ আহমদ গুল সোহাগ।
প্রায় ২০টি গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, কলম ও খাতাসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply