সিলেটের জকিগঞ্জে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা-জাসউসের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জে সায়লা স্মৃতি হাসপাতালে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তমাল আহমদ মজুমদারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা ও জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো কুতুব উদ্দিন।
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সহসভাপতি মো সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য অরবিন্দ বর্মনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জকিগঞ্জ থানার এস আই রাজু আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার। আরও বক্তব্য রাখেন, সহসভাপতি মো বুরহান উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক শামীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সদস্য আবুল কালাম, এবাদুর রহমান, ছালিক আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply