শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৪তম শাখার কার্যক্রম উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো হারুন মিয়া প্রধান অতিথি হিসেবে কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিকল্প পরিচালক রুকন উদ্দিন খান ও মো মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, মানবসম্পদ বিভাগের প্রধান মো নাজিম উদদৌলা, সাধারণ সেবা বিভাগের প্রধান মো মাহবুবুর রশীদ, জনসংযোগ বিভাগের প্রধান মো সামছুদ্দোহা, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, বারাকাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম জোবায়ের চৌধুরী, মার্লিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী শামীম আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক তোফায়েল ইয়াকুব, সুবিদবাজার শাখার ব্যবস্থাপক মো খুরশিদ আলম, দরগা গেইট শাখার ব্যবস্থাপক এ কে রেজা আহমেদ প্রমুখ।
Leave a Reply