নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে সিলেটবাসী একজন যোগ্য অভিভাবককে হারিয়েছেন। তিনি ছিলেন সততার উজ্জ্বল দৃষ্টান্ত। আওয়ামী লীগ এখানে তার হাত ধরে সংকটকাল সফলভাবে অতিক্রম করেছে। লোভ-লালসা তাকে স্পর্শ করতে পারেনি।
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের প্রথম মত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী মন্ত্রী আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সাথে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ করে প্রয়াত এই নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মতো দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষের জন্ম খুব কমই হয়ে থাকে।
রবিবার বিকেল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জেলা সহ সভাপতি সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। আরো বক্তব্য রাখেন মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মরহুমের ছোটভাই এ কাদির চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
স্মরণসভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘হৃদয়ে রয়েছ গোপনে’ নামে আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
Leave a Reply