সাংস্কৃতিক প্রতিবেদক : কথাকলি সিলেটের প্রাক্তন সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্তী রঞ্জুর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শারদা স্মৃতি ভবনে কথাকলি সিলেটের কার্যালয়ে এর আয়োজন করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন, শামসুল বাসিত শেরো। আমিনুল ইসলাম চৌধুরী লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন, রবীন্দ্র সংগীতশিল্পী রানা কুমার সিনহা, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, গল্পকার মাহবুবুজ্জামান চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত নাট্য পরিষদের সহ সভাপতি বিধুভূষণ ভট্টাচার্য, ক্রীড়া সংগঠক মঞ্জুর আহমদ চৌধুরী, গীতবিতানের পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রনব কান্তি দেব।
শোকসভায় সুপ্রিয় চক্রবর্র্তী রঞ্জুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলা হয়, কাজের মধ্য দিয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
Leave a Reply