বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আমাদের করণীয়, আদর্শ সমাজ প্রতিষ্ঠায় ওলামা মাশায়েখদের ভূমিকা, পবিত্র রামাদ্বানুল মোবারকের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার মহানগরীর দরগা গেটে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি ক্বারী মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা এনাম উদ্দিন রুমেলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ভাষ্যকার ও বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী হেলালী। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি হাকিম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলার সাবেক সভাপতি মাওলানা ওসমান গণী। আরো বক্তব্য রাখেন মাওলানা এম এ জলিল, ক্বারী আনহারুল ইসলাম, সংগঠনের অর্থ সম্পাদক ক্বারী শামীম আহমদ (লিলাজ), যগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তুহিনুর রহমান শাহজাহান, এম সি কলেজের সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম, মো লিলু মিয়া, হাফিজুর রহমান, মো মোক্তার আলী, মো আলাউদ্দিন, আবুল হোসেন প্রমুখ। কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী শাহীন আহমদ। নাতে রাসুল পরিবেশন করেন মো গোলাম কিবরিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে ইনশাআল্লাহ। পবিত্র রামাদ্বানুল মোবারকের শিক্ষা, সহমর্মিতা, ত্যাগ, ভ্রাতৃত্ববন্ধন এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।
Leave a Reply