হবিগঞ্জ প্রতিনিধি : ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুন্দর জীবন’ এই অঙ্গীকারে হবিগঞ্জে ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৭ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার উপ পরিচালক (উপ সচিব) মো সফিউল আলম, মো ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন ও রাশেদ আহমদ খান। পরিচালনায় ছিলেন চ্যানেল আইর হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
এ সময় বিভিন্ন পরিবেশ বিষয়ক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply