সুনামগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী লন্ডন প্রবাসী জাতীয় পার্টি নেতা কামরুজ্জামান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার বাদ জুম্মা শহরের পুরাতন শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আতিক হাসান, যুব বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, জেলা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি কুলেন্দু শেখর দাস, মাহতাব উদ্দিন তালুকদার ও সেলিম আহমদ তালুকদার।
কামরুজ্জামান নিজেকে জাতীয় পার্টির একজন সক্রিয় সদস্য দাবি করে আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে দলীয় প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ তাকেই মনোনয়ন দেবেন।
Leave a Reply