সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার, ৩ অক্টোবর দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে লিখিত বক্তব্যে পাঠ করেন সুনামগঞ্জ জেলা যুবমহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না। আরও
বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি লিপি বেগম, সালেহা বেগম, সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম ও তাহিরপুর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি আইরিন আক্তার।
তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে ও বিএনপি-জামাতের সকল ধরনের অপতৎপরতা রুখে দিতে সুনামগঞ্জ জেলায় যুবমহিলা লীগের প্রতিটি নেতা-কর্মী রাজপথে আছেন।
এর পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসন থেকে সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নাকে ‘নৌকা’র প্রার্থী করতে দাবি জানানো হয়।
Leave a Reply