সুনামগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জেলা যুবলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের উকিলপাড়ায় প্রেসক্লাব মিলনায়তনে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও সদস্য রণজিৎ চৌধুরী রাজনের সঞ্চালনায় প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট প্রার্থী জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, জেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, সদস্য নূরুল ইসলাম বজলু ও সবুজ কান্তি দাস।
নেতৃবৃন্দ বলেন, এবারের সংসদ নির্বাচন একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অন্যদিকে মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীনতা বিরোধী চক্র। তাই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ ও মহজোটের প্রার্থী বিজয়ী না হলে দেশ আবারো মহাসংকটে পড়বে।
Leave a Reply