সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষে জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে যুব মহিলা লীগের নেতাকর্মীরা ভোট চাইলেন।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা শহরের পৌর চত্বর থেকে পূর্ববাজার ও পশ্চিমবাজার এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন।
এতে অংশ নেন, যুব মহিলা লীগের জেলা আহবায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না, সদর উপজেলা আহবায়ক চাঁদনী আক্তার, যুগ্ম আহবায়ক তানজীদা জেবিন, সীমা দেব, রিমি রানী বিশ্বাস, মিনারা বেগম, নাজমা বেগম, আছমিনা বেগম, সুমা আক্তার, মিনহা আক্তার, সুইটি আক্তার, শান্তা, তুহেরা কল্পনা, সুফিয়া ও আছমা।
তারা মহাজোট ও শেখ হাসিনার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহকে ‘লাঙ্গল’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
Leave a Reply