NATIONAL
Chief Adviser's Press Secretary Shafiqul Alam said that Bangladesh is interested in developing relations with India
সংবাদ সংক্ষেপ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও জেলা পুলিশের যৌথ অভিযানে ডাকাত সর্দার অস্ত্র ও গুলি সহ গ্রেফতার বিজিবির অভিযানে সাড়ে ৯৭ লাখ টাকার চোরাচালানী মালামাল সহ আটক ২ ব্রিটিশ পাসপোর্টে নো-ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের রোটারি ক্লাব অব হবিগঞ্জের ৩৩ তম অভিষেক || প্রধান অতিথি ছিলেন প্রাক্তন গভর্নর মাধবপুর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব আনন্দ আয়োজনে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ১৫ বছর পূর্তি উদযাপন সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা || ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর জুড়ীর বটুলী সীমান্তে ভারতের অপপ্রচার ও সীমান্ত হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল চাতলাপুর ও বটুলি স্থলশুল্ক স্টেশন দিয়ে ১১ দিন ধরে বন্ধ বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি সিলেট ব্যাটালিয়ন আটক করেছে পৌণে ৫১ লাখ টাকার চোরাচালানী মালামাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা সাউথইস্ট ব্যাংকের গোলাপগঞ্জ থেকে নবীগঞ্জের হত্যামামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব মুজাহিদ কমিটির ওয়াজ মাহফিলে যোগ দিতে জকিগঞ্জ আসছেন শায়খে চরমোনাই ভারতীয় আগ্রাসন ও হামলার প্রতিবাদে জকিগঞ্জ বিএনপির মিছিল ও সমাবেশ রয়েল এনফিল্ডসহ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

সুনামগঞ্জ-৪ আসনে মতিউর রহমানকে প্রার্থী করার দাবিতে আওয়ামী লীগের সভা

  • বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

পলি রায়, সুনামগঞ্জ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে প্রার্থী করার দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে জেলা শহরের হাজীপাড়ায় মতিউর রহমানের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শফিকুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজদ, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো আব্দুল করিম ও বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কমার বর্মণ।
নেতৃবৃন্দ বলেন, প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী থাকার কারণে এখানে তৃণমূলে কোন উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার থাকার পরও এই অঞ্চলের সাধারণ মানুষজন উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। এ অঞ্চলে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা হতাশাগ্রস্ত। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের উন্নয়ন ও প্রত্যাশা পূরণে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে দলীয় প্রার্থী করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest