পলি রায়, সুনামগঞ্জ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে প্রার্থী করার দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে জেলা শহরের হাজীপাড়ায় মতিউর রহমানের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শফিকুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজদ, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো আব্দুল করিম ও বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কমার বর্মণ।
নেতৃবৃন্দ বলেন, প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী থাকার কারণে এখানে তৃণমূলে কোন উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার থাকার পরও এই অঞ্চলের সাধারণ মানুষজন উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। এ অঞ্চলে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা হতাশাগ্রস্ত। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের উন্নয়ন ও প্রত্যাশা পূরণে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে দলীয় প্রার্থী করতে হবে।
Leave a Reply