সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা শাহীনূর পাশা চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর থানার দুই ওসি, একজন এডিসি ও এক উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান।
মাওলানা শাহীনূর পাশা চৌধুরী করেন, এই আসনের দুই উপজেলায় কর্মরত এসব কর্মকর্তা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না। তাই তাদের প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনে তিনি লিখিতভাবে অভিযোগ করবেন।
মতবিনিময় সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।
Leave a Reply