হাবিবুর রহমান হাবিব, শাল্লা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে প্রার্থী হতে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ (আল-আমিন চৌধুরী) উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
রবিবার, ১৯ নভেম্বর সকালে ঢাকায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে তিনি পদত্যাগপত্র দাখিল করেন। এরপর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ ছাড়ার বিষয়টি চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ নিজেই নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেছে।
চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ জানান, দিরাই-শাল্লার জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে তিনি সংসদ সদস্য পদে প্রার্থী হতে আগ্রহী। তার আশা, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিবেন।
নির্বাচিত হলে তিনি দুই উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলবেন বলে জানান।
Leave a Reply