নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচনের জন্যে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এ দিনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড জয়া সেনগুপ্ত মনোনয়নপত্র জমা দেন।
দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ মুহিবুর রহমান মানিক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
অপর চার প্রার্থী হলেন জাতীয় পার্টির অ্যাডভোকেট জাহির আলী, জাসদ-ইনুর আমিনুল ইসলাম, জাসদ-আম্বিয়ার সালেহীন শুভ ও স্বতন্ত্র মাহবুব হোসেন।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।
Leave a Reply