নিজস্ব প্রতিবেদক : দিরা্ই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। বৈরী আবহাওয়া এর প্রধান কারণ। সকাল থেকেই সেখানে বৃষ্টি হচ্ছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিনী ড জয়া সেনগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন। ভোটার ২ লাখ ৪৬ হাজার ১১৩ জন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তায় ১১০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
Leave a Reply