সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই পর্বে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে প্রার্থীর সংখ্যা দাঁড়ালো চার।
রবিবার দুপুর ১২টায় জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হয়।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল হকের সভাপতিত্বে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক, জেলা নির্বাচন কর্মকর্তা মো সাদেকুল ইসলাম ও প্রার্থীরা।
জাসদ-আম্বিয়া রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধিত না হওয়ায় সালেহীন চৌধুরী শুভর মনোনয়নপত্র বাতিল করা হয়।
Leave a Reply