পলি রায়, সুনামগঞ্জ : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ড জয়া সেনগুপ্ত বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উপনির্বাচনে ১১০টি কেন্দ্রে ড জয়া সেনগুপ্ত পেয়েছেন ৯৬ হাজার ১৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৪২ হাজার ১৬৩ ভোট। আওয়ামী লীগ প্রার্থী ৫৪ হাজার ২৬ ভোট বেশি পেয়েছেন।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে দুপুর ১২টার পর আবহাওয়া কিছুটা ভাল হলে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক জানান, গড়ে ৬০ শতাংশ ভোট পড়েছে। সকল ভোট কেন্দ্রে বিজিবি, র্যাব ও আনসার মোতায়েন ছিল। এছাড়া ১০জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকাগুলোতে নিয়োজিত ছিলেন।
এ বছর ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মুত্যুতে এই আসনটি শূন্য হয়।
Leave a Reply