সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর হাসপাতালে বিকল ইসিজি মেশিন সচল ও প্রসূতি সেবা নিশ্চিত করার দাবিতে জেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার দুপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংগঠন এ সংবাদ সম্মেলন আয়োজনে সহযোগিতা করে।
জেলা বিএনপির দফতর সম্পাদক জামাল উদ্দিন বাকেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, যুগ্ম সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরী।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা সদরের এই হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে ইসিজি মেশিন অচল। এছাড়া নানা কারণে প্রসূতি মায়েরা সঠিক সেবা পাচ্ছেন না।
Leave a Reply