সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ৮ মাসের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মবিরতি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী আমিরুল
ইসলাম, আলী হাসান, ইউসুফ আলম, রহুল আমীন, আব্দুল হাই, সালমা বেগম, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাণী চক্রবর্তী, হাসান আলী ও ছাতক উপজেলা হাসাপাতালের নূরুল ইসলাম সুমন।
বক্তারা অবিলম্বে তাদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।
Leave a Reply