সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে জবাই করা ভারতীয় হরিণ সহ ২ জনকে বিজিবি আটক করেছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই ২ জনকে আটক করা হয়। তারা হলেন, মধ্যনগর থানার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের ওলিউল্লাহর ছেলে বাবুল মিয়া ও মৃত সিরাজুল ইসলামের ছেলে আজিজুল হক।
এলাকার লোকজন জানায়, মেঘালয় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে এপারে আসা ১৪ থেকে ১৫ কেজি ওজনের একটি হরিণকে তাড়া করে ঐদিন বিকেলে বাঙ্গালভিটা গ্রামের একটি পুকুরের কচুরিপানার ঝোঁপে আটক করে ৩০ থেকে ৪০ কিশোর। সন্ধ্যায় তাদেরকে হরিণের গোশত ভাগবাটোয়ারা করে দেয়ার লোভ দেখিয়ে কিছু লোক বাঙ্গালভিটা পুর্ববাজারে নিয়ে হরিণটিকে জবাই করে ফেলে।
খবর পেয়ে বাঙ্গালভিটা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার এমদাদ সহ বিজিবির একটি টহল দল জবাইকৃত হরিণের চামড়া ছাড়ানোর সময় হাতেনাতে গ্রামের ঐ ২ জনকে আটক করে ব্যাটালিয়ন কমান্ডার ও জেলা প্রশাসককে অবহিত করেন।
জেলা প্রশাসক মো সাবিরুল ইসলাম বিষয়টি রাতে নিশ্চিত করেছেন।
Leave a Reply