সুনামগঞ্জ প্রতিনিধি : নুতন প্রজন্মকে বই পড়তে আগ্রহী করে তোলার লক্ষ্যে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী কৈশোর তারুণ্যের বই মেলা শুরু হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ বইমেলার উদ্বোধন করেন, নবাগত জেলা
প্রশাসক আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন, কৈশোর তারুণ্যের বইমেলার উদ্যোক্তা
সাংবাদিক তুষার আবদুল্লাহ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের
অধ্যক্ষ শেরগুল আহমদ ও সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান। মেলায় শিক্ষার্থীদের উপযোগী বই নিয়ে দেশের খ্যাতনামা ১৪টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বইমেলা চলবে।
Leave a Reply